"মোটা নায়িকাই আমার পছন্দ!''- সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন অক্ষয় কুমার। তার এই মন্তব্য ছিল সোনাক্ষী সিনহাকে নিয়ে, আর তা নিয়েই সমালোচনা ঝড় সোশ্যাল মিডিয়ায়।
যদিও এই মন্তব্যটি তিনি করেছিলেন ২০১২ সালে, কিন্তু এখন সেই পুরানো মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমল বিতর্ক। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় সেই সাক্ষাৎকারের ভিডিওটি, আর তারপরই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে, শরীর নিয়ে কটূক্তি ও নারীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন অক্ষয় কুমার।
শেষ পর্যন্ত অক্ষয়কে বাঁচাতে মাঠে নামেন খোদ সোনাক্ষী সিনহা। তিনি জানিয়ে দেন, ''অক্ষয় কুমারের মন্তব্যে যখন আমারই কোনও সমস্যা নেই, তখন বাকিদের এত সমস্যা হচ্ছে কেন?''
তিনি আরও জানান, '' ট্রোলকে গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই! আমার অক্ষয় কুমারের সঙ্গে খুব ভাল সম্পর্ক। আমরা ভাল বন্ধু,পেশাগত সম্পর্কও খুব ভাল!''
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ