বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসের আতঙ্ক। দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই।
এরই মধ্যে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজলের মেয়ে নায়সা।
এরপর থেকেই গুঞ্জন চাউর হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নায়সা। পাশাপাশি কাজলকে নিয়েও উদ্বেগ প্রকাশ করতে থাকেন ভক্তরা।
তবে এই সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অজয়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘জানতে চাওয়ার জন্য ধন্যবাদ। কাজল ও নায়সা একদম ঠিক আছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে যে গুঞ্জন তা সম্পূর্ণ নিরর্থক, মিথ্যা এবং ভিত্তিহীন।’
সিঙ্গাপুরের একটি ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করেন নায়সা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তার স্কুল বন্ধ হয়। এরপর তাকে ভারতে নিয়ে আসেন কাজল।
বর্তমানে ভারতে লকডাউন চলছে। অন্য তারকাদের মতো স্বেচ্ছায় গৃহবন্দি জীবনযাপন করছেন অজয়, কাজল ও তাদের দুই সন্তান নায়সা ও যুগ।
বিডি প্রতিদিন/কালাম