৩ এপ্রিল, ২০২০ ১৫:৩২

করোনায় চলচ্চিত্র দিবস উদযাপন স্থগিত

অনলাইন ডেস্ক

করোনায় চলচ্চিত্র দিবস উদযাপন স্থগিত

করোনাভাইরাসের ভয়ে সারা বিশ্ব যখন আতঙ্কিত তখন তার প্রভাব পড়েছে চলচ্চিত্র অঙ্গনেও। বাংলাদেশও ব্যতিক্রম নয়। করোনার থাবায় স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। ফলে আজ শুক্রবারের (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস স্থগিত করা হয়েছে। 

২০১২ সালের ৩ এপ্রিল থেকে টানা আট বছর ধরে নিয়মিত উদযাপিত হয়ে আসছিল দিবসটি। কিন্তু এবার বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির কারণে যথা সময়ে দিবসটি উদযাপন করা হচ্ছে না।


এ পরিস্থিতি স্বাভাবিক হলেই পরবর্তীতে নির্দিষ্ট একটা সময় দিবসটি উদযাপন করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, আয়োজন ছাড়াই অতি সাধারণভাবে দিবসটি উদযাপনের ইচ্ছে ছিল, ঐতিহ্য ধরে রাখার জন্য। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আপাতত সব ধরনের আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। তাই আজ (৩ এপ্রিল) আর নিয়ম রক্ষাও হচ্ছে না। পরবর্তীতে দিবসটি পালনের ইচ্ছে আছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর