মুক্তি পেয়েছে শ্রোতাপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের নতুন গান 'ক্যাফেটেরিয়া পেরিয়ে'। গানে বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের সঙ্গে আড্ডা, মানুষের পাশে দাঁড়ানো, ক্লাস, অ্যাসাইনমেন্টও পরীক্ষা ও প্রিয় মানুষকে প্রেম নিবেদনের নস্টালজিয়ার উঠে এসেছে।
জানা গেছে, এই গানে অতিথি হিসেবে গিটার বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ।গানটির ভিডিও নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কাজী রাজু ও বুয়েটের একদল শিক্ষার্থী। বুয়েট ক্যাম্পাস ও দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। গানটির সাউন্ড মিক্স করেছেন নয়েজমাইনের শফিক। মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি (পোল্যান্ড)। গানে জিয়াউর রহমান বাজিয়েছেন চেলো ও কাজী শাফিন আহমেদ বাজিয়েছেন সরোদ ।
গানটি নিয়ে আশরাফ শিশির গণমাধ্যমকে বলেন, ‘বৈশ্বিক মহামারির কারণে চলমান লকডাউনের আগেই শুটিং শেষ করেছিলাম। হোম কোয়ারেন্টাইনে থেকে অনলাইনে নিয়মিত আলোচনার মাধ্যমে গানটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করি। ক্যাফেটেরিয়া পেরিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ উল্লেখ্য, এর আগে শিরোনামহীনের ক্যাফেটেরিয়া গানটি জনপ্রিয়তা পায়।
বিডি-প্রতিদিন/শফিক