বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। গ্রাহকদের জীবনধারা এরইমধ্যে সহজ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
করোনাভাইরাসের প্রার্দুভাবের সময়েও নানান ধরনের পণ্য সেবায় কাজ করছে ‘স্বপ্ন’। এবার এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন মিউজিশিয়ানরা।
এ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এ খবরটি জানিয়েছেন।
তিনি বলেন, আমি নিজে একজন মিউজিশিয়ান। তাই সব ধরনের মিউজিশিয়ানদের জন্য আমার ভালোবাসা অবিরাম। এই দুঃসময়ে মিউজিশিয়ানদের সব ধরনের শো বন্ধ আছে। তাই এই দুঃসময়ে অনেকটা ভালোবাসা থেকেই স্বপ্নকে বেছে নিয়েছেন বেশ কয়েকজন মিউজিশিয়ান। তারা আমাদের সঙ্গে কাজ করছেন। এমন একটি সময় স্বপ্নের পাশে থাকার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
বিডি প্রতিদিন/কালাম