কভিড-১৯ করোনাভাইরাসের কারণে বিশ্ব আজ থমকে গেছে। সবাই ঘরবন্দী, বাইরে কোনো কোলাহল নেই, মানুষের ছোটাছুটি নেই। বিশ্বজুড়ে কবে আবার জীবনযাত্রা স্বাভাবিক হবে তা কেউ বলতে পারছে না। ধনী-গরীব নির্বিশেষে সবার এখনই একটিই শত্রু, সেটি করোনাভাইরাস। এমন সঙ্কটেও আশাবাদ ব্যক্ত করে একটি কবিতা লিখেছেন কবি কামাল চৌধুরী। ‘তোমার পৃথিবী চিনতে পার না’ শিরোনামে কবিতাটি আরও জীবন্ত হয়ে উঠেছে খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূরের কণ্ঠে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই আবৃত্তির একটি ভিডিওচিত্র।
গত ১১ এপ্রিল ‘তোমার পৃথিবী চিনতে পার না’র আবৃত্তির ভিডিওচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার ফেসবুক পেজ।
কেবল আবৃত্তি নয়, ধ্বনিচিত্রের এ ভিডিওটির শেষে কবিতার কয়েকটি চরণ গেয়েছেন শিল্পী নকীব খান। সে অংশটুকুর সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
বিডি প্রতিদিন/ফারজানা