করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরু হওয়ার পর থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক মানুষকে সাহায্য করছেন বলিউড ভাইজান।
খেটে খাওয়া শ্রমিক থেকে সহকারী পরিচালক প্রত্যেকর কাছে পৌঁছে যাচ্ছে সালমানের সাহায্য। সালমান খান কীভাবে সাহায্যে করছেন, সেই ছবি প্রকাশ করেছেন সহকারী পরিচালক মনোজ শর্মা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে মনোজ শর্মা একটি স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে সালমানের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে বলে জানান তিনি। শুধু তাই নয়, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের জন্য সালমান যে কীভাবে এগিয়ে আসছেন, এবার তারই উদাহরণ তুলে ধরেন মনোজ।
পাশাপাশি তিনি আরও জানান, তিনি কখনও সালমানের সঙ্গে কাজ করেননি। তবে এবার বলিউড ভাইজানের সঙ্গে কাজ করতে চান বলেও জানান মনোজ।
লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়িতে আটকা পড়েছেসালমান খান। বাগান বাড়িতে থাকাকালীন সেখানকার অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ভাইজান। শুধু তাই নয়, নিজে হাজির থেকে পানভেলের সাধারণ মানুষদের খাবারের ব্যবস্থাও করছেন সালমান খান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন