ভারতের মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫৩ বছর বয়সী বলিউড অভিনেতা ইরফান খান। এই বলিউড অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চন টুইটারে লিখেন, “চলচ্চিত্র দুনিয়ার এক অবিশ্বাস্য প্রতিভা…বিনীত সহকর্মী…কর্মঠ কর্মী…খুব জলদি আমাদের ছেড়ে চলে গেলেন…অনেক বড় শূন্যতা তৈরি করে দিয়ে চলে গেলেন।”
ইরফান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি টুইট করে জানান, ‘ইরফান খানের মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। তিনি আমাদের সময়ের সবচেয়ে ব্যতিক্রমী অভিনেতা ছিলেন। তার কাজ চিরকাল আমাদের মনে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি।
২০১৩ সালে পান পান সিং তোমার চরিত্রে অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ইরফান খান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন