বলিউডের চিরসবুজ রোমান্টিক হিরো ঋষি কাপুর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বেশ সক্রিয় ছিলেন ঋষি কাপুর। গত ২ এপ্রিল তিনি শেষ টুইটটি করেছিলেন। এতে একসঙ্গে করোনাজয়ের বার্তা দিয়েছিলেন তিনি।
টুইটারে তিনি হাতজোড় করে অনুরোধ করে লিখেছিলেন, সকল শ্রেণির ও বিশ্বাসের ভাই-বোনদের প্রতি প্রার্থনা। দয়া করে সহিংস হবেন না। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ তাদের জীবন বিপন্ন করতে আপনাদের বাঁচাতে কাজ করছে। করোনাভাইরাসের এ যুদ্ধ একসঙ্গে জিততে হবে আমাদের।
এটিই ছিল ভক্তদের উদ্দেশ্যে ঋষির শেষ বার্তা। যদিও বুধবার ইরফান খানের মৃত্যুর পর তার আত্মার শান্তি কামনা করে সোশ্যাল হ্যান্ডেলে প্রয়াত অভিনেতার ছবি শেয়ার করেন ঋষি কাপুর। সেই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নিজেও চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে।
বিডি প্রতিদিন/ফারজানা