কলকাতার রাজপুর-সোনারপুর এলাকার ২০০টি পরিবারের কাছে ইফতার পাঠিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। গত বছর রাজপুর-সোনারপুর এলাকার মানুষের সঙ্গে মিলে একসঙ্গে ইফতার করেছিলেন মিমি। নানা জায়গায় গিয়েছিলেন। এবার করোনার কারণে তা সম্ভব হয়নি।
তবে তিনি এসব এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেছেন। যে কোনো প্রয়োজনে তিনি তার অফিসের লোককেও খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ভিডিওকলে ইফতার বিতরণ কার্যক্রম ও স্থানীয়দের খোঁজখবর নিয়েছেন মিমি চক্রবর্তী। এসময় তিনি বলেন, বাড়ির ভেতরে থাকুন, সুস্থ থাকুন। এটা পবিত্র রমজান মাস। আমার বিশ্বাস, আল্লাহ খুব শিগগিরই এই যুদ্ধ থেকে আমাদের বাইরে নিয়ে আসবে। আগের বছর এই সময় আপনাদের সঙ্গে ইফতার করেছিলাম। কিন্তু এবারের সময়টা খুব কঠিন। এই বছরটা একটা নতুন রূপ নিয়ে এসেছে। আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, যার নাম করোনাভাইরাস। আমরা যদি সরকারের কথা মেনে মেনে চলি, বাড়ির বাইরে না যাই, এই যুদ্ধ আমরা শীঘ্রই জয় করবো।
বিডি প্রতিদিন/ফারজানা