করোনাভাইরাসে শুটিং বন্ধ। তাই ঘরেই সময় কাটছে ঢালিউডের চিত্রনায়িকা পূজা চেরির। গতকাল বুধবার ফেসবুক লাইভে এসে পূজা ভক্তদের জানিয়েছেন, করোনায় কীভাবে তার সময় কাটছে।
পূজা বলেন, আমরা যারা সবসময় বাইরে কাজ করি তারা এভাবে ঘরে থাকতে অভ্যস্ত নই। আমার তো সবসময় মনে হয়, কবে বাইরে যাব, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেব। কিন্তু কিছু করার নেই। ঘরে থাকতে হবে এ সময়ে। তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো।
পূজা বলেন, তিনি ঘরের কাজ করছেন, গল্পের বই পড়ছেন, রান্না শিখছেন, ক্লাসের বই পড়ছেন। এভাবে তার সময় কেটে যাচ্ছে।
ভক্তদের ঘরে থাকার আহ্বান জানিয়ে পূজা বলেন, আমরা যারা পরিবারকে সময় দিতে পারি না এসময় তারা পরিবারের সময়ে সময় কাটাতে পারি। একসঙ্গে লুডু খেলতে পারি, টিভি দেখতে পারি। এরকম অনেক কিছু আছে যা করে আমরা এ কঠিন সময় পার করতে পারি।
বিডি প্রতিদিন/ফারজানা