অভিনেতা সুশান্ত সিংয়ের চলে যাওয়াটা একেবারেই দুঃস্বপ্নের মতো৷ অনেকে এখনও মানতেই পারছেন না সুশান্ত আর নেই ৷ আর তার থেকে বড় বিষয় হচ্ছে, সুশান্তের মতো অভিনেতার এরকম পরিণতি!
রবিবার থেকেই সুশান্ত সিং-কে নিয়ে নানা খবর, নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ৷ যার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, সুশান্ত সিং রাজপুত ও তার সাবেক প্রেমিকা অঙ্কিতার প্রেম প্রস্তাবের ভিডিও ৷ ২০ সেকেন্ডের সুশান্তের এই প্রোপোজ ভিডিও ঝড়ের বেগে শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷
জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখা যা’র শো-তে এসেছিলেন সুশান্ত ও অঙ্কিতা দু’জনেই ৷ তখন তাদের প্রেম নিয়ে ইন্ডাস্ট্রিতে ছিল দারুণ চর্চা ৷ ঠিক সেই সময়ই বিচারক মাধুরী দীক্ষিত ও প্রিয়াঙ্কা চোপড়ার সামনে, রীতিমতো হাঁটু গেড়ে বসে অঙ্কিতাকে প্রেম নিবেদন করেন সুশান্ত ৷ সুশান্তের মুখে প্রেমের কথা শুনে একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন অঙ্কিতা!
বিডি প্রতিদিন/কালাম