করোনা দুর্যোগে সিনেমা হলে নয়, অনলাইনে আসছে বলিউডের সাত-সাতটা বিগবাজেটের ছবি। ভারতীয় মিডিয়া বলছে, মার্চ থেকেই বন্ধ প্রেক্ষাগৃহ। টলি-বলি দুই জায়গাতেই শুটিং শুরু হলেও জুনের শেষে এসেও খোলেনি সিনেমা হল। আর খুলবেই বা কী করে? দিন দিন যে বেড়েই চলেছে সংক্রমণ। কত দিন আর অপেক্ষা করা যায়? তাই অগত্যা বিগ-বি’রই পিছুনিলেন অক্ষয়-আলিয়ারা।
অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ অনলাইনে মুক্তি পেয়েছে কিছু দিন আগেই। এবার অক্ষয়-অজয়রাও হাঁটতে চলেছেন একই রাস্তায়। এবার হটস্টারে মুক্তি পাচ্ছে এসব সিনেমা। এক প্রকার হোম ডেলিভারির পথে হাঁটছে বলিউড। এর মধ্যে রয়েছে-
লক্ষ্মী বম্ব: এই ছবি নিয়ে প্রথম থেকেই হাইপ রয়েছে। অক্ষয় নিজেও চেয়েছিলেন ছবিটি বড় পর্দায় মুক্তি পাক। কিন্তু এই ‘নিউ নর্মাল’-এ তা সম্ভব নয়। তাই কিয়ারা-অক্ষয়ের এই ছবি আপনি দেখতে পাবেন অনলাইনে। অভিনয় জীবনে প্রথম বার এমনটা হচ্ছে অক্ষয়ের সঙ্গে।
সড়ক ২: এই ছবির মধ্যে দিয়েই বেশ অনেক বছর পর পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। মুখ্য ভূমিকায় আলিয়া এবং সঞ্জয়। সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ট্রোলড হয়েছেন আলিয়া এবং তান বাবা। সে নিয়ে কোনও মন্তব্য না করলেও ছবির অনলাইন মুক্তি নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। তিনি বলেন, “প্রথমবার বাবার সঙ্গে কাজ করছি। স্বপ্ন সত্যি হচ্ছে আমার।”
ভুজ, দ্য প্রাইড অব ইন্ডিয়া: ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে এই ছবি। রয়েছেন অজয় দেবগণ, সোনাক্ষি সিংহা এবং সঞ্জয় দত্ত।
দিল বেচারা: সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি। রয়েছেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। আগামী ২৪ জুলাই হটস্টারে মুক্তি পাবে এই ছবি।
এ ছাড়াও অভিষেক বচ্চন অভিনীত ‘দ্য বিগ বুল’ এবং কুনাল খেমু অভিনীত ‘লুটকেস’-ও মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মেই। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক