দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ এ সরাসরি আড্ডা ও গান নিয়ে আসছেন বাংলা ব্যান্ড জগতের কিংবদন্তি গায়ক শাফিন আহমেদ।
আজ শুক্রবার রাত ১২টায় বেঙ্গল বয়েজ এর ব্যান্ড লিডার ও লিড ভোকাল নাইম মুর্তজার সঙ্গে সরাসরি যুক্ত হবেন তিনি। এসময় দর্শকের সাথে সরাসরি আড্ডা ও গানে মাতবেন শাফিন আহমেদ।
অনুষ্ঠানটি রেডিও টুডে ৮৯.৬ এফএফে শোনা যাবে। পাশাপাশি দর্শকরা রেডিও টুডে ৮৯.৬ ও বেঙ্গল বয়েজের ফেসবুক পেজে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন রেডিও টুডে এপ থেকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ