বিশ্ব শিক্ষক দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালিত হচ্ছে। বিশেষ এই দিনে শত শিক্ষকের অংশগ্রহণে প্রকাশিত হলো মোহাম্মদ আলী’র মিউজিক ভিডিও ‘আমি শিক্ষক’।
শাহাদাৎ হোসেন মিল্টনের পরিচালনায়, আর কে টুল্লুর কম্পোজিশনে ও মোহাম্মদ আলী’র কথা, সুর ও সংগীতে গানটি আজ সোমবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। অধ্যক্ষ মুহম্মদ ছাদেক আলীকে উৎসর্গ করে গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন ২০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ১০০ শিক্ষক। আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গানটি চিত্রায়িত হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক