নারীদের নিয়ে কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ লিখেছেন বেশ কয়েকটি গান। যেগুলোতে সুর দিয়েছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানগুলোর মধ্যে রয়েছে ‘নারী আমার মা’, ‘নারী কি এতই নগণ্য’, ‘কে বলে নারী পরাধীন’ ইত্যাদি।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের প্রাক্কালে ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে ‘নারী আমার মা’ গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একই চ্যানেলে অন্যান্য গানগুলোর ভিডিও রয়েছে। এছাড়া, মাহবুবুল এ খালিদের লেখা সব গানই তার সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে।
‘নারী আমার মা’ গানটির ইউটিউব ভিডিও:
বিডি প্রতিদিন/ফারজানা