২০২০ বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে এবার ১৬ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন মার্কিন সঙ্গীত শিল্পী পোস্ট ম্যালন (অস্টিন রিচার্ড পোস্ট)। সেরা শিল্পী, সেরা র্যাপ শিল্পী, সেরা পুরুষ শিল্পী ক্যাটাগরিসহ তিনি পদক জিতেছেন নয়টি।
পোস্ট ম্যালন বলেন, আমাকে যে পরিমাণ ভালোবাসা উপহার দেওয়া হয়েছে আমি সত্যিই তাতে অভিভূত। এটা আমার এবং আমার সঙ্গে জড়িত সবার জন্য অনেক বড় অর্জন।
বুধবার দর্শকশূন্য লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সঙ্গীতশিল্পীরা অংশ নেন এবং পারফর্ম করেন। তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি প্রচার করে এনবিসি।
এ বছর সেরা বিলবোর্ড ২০০ অ্যালবাম, সেরা নারী শিল্পী ও সেরা নবাগত শিল্পীর পুরস্কার জিতেছেন ১৮ বছরের বিলি আইলিশ। ৩ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে জোনাস ব্রাদার্স। সেরা সোশ্যাল শিল্পী বিভাগে পুরস্কার জিতেছে বিটিএস।
বিডি প্রতিদিন/ফারজানা