তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বুকে ঝড় তোলে তার ছবি ও ভিডিও। বলছিলাম বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার কথা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ঊর্বশী। বরাবরের মতো সে ভিডিও ঝড় তুলল।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ইংলিশ গানের সঙ্গে লিপ সিং করছেন এই বলিউড অভিনেত্রী। স্প্যাগিটি টপে তিনি নাচের অঙ্গভঙ্গি করছিলেন। হঠাৎ করেই ভিডিওর মাঝখানে তার টপের ডানদিকের অংশ কিছুটা অবিন্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেদিকে না তাকিয়েই স্প্যাগিটি টপ পরক্ষণেই সামলে নেন তিনি।
আত্মবিশ্বাসের সঙ্গে তিনি নিজেকে যেভাবে সামলে নেন তা রীতিমতো নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ৩০ লাখেরো বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ