মা হওয়ার পর সব নারীকেই পোশাক নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। ব্যতিক্রম ঘটেনি ব্লেক লাইভলির ক্ষেত্রেও। সম্প্রতি মার্কিন এ অভিনেত্রী জানিয়েছেন তার সেই অভিজ্ঞতার কথা। ২০১৯ সালের অক্টোবরে তৃতীয় কন্যা সন্তান বেটির জন্ম দেন ব্লেক। নিজের শরীরে আরও একটি জীবন বেড়ে উঠছে- বিষয়টি তার জন্য ছিল রোমাঞ্চকর। কিন্তু মা হওয়ার পর পোশাক বিড়ম্বনায় পড়েন তিনি।
বেটির জন্মের কয়েকমাস পর "The Tonight Show Starring Jimmy Fallon" শিরোনামের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ব্লেক লাইভলির। কিন্তু তার যেসব পোশাক ছিল সেসসব তার গায়ে ফিট হচ্ছিল না। পরে বিভিন্ন ব্রান্ডের বহু পোশাক তিনি ক্রয় করেন। কিন্তু সেসবও পরতে পারেননি।
গত শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে ৩৩ বছর বয়সী ব্লেক লাইভলি জানান, সেসময় নিজেকে খুব একা লাগছিল তার। ব্লেক তার অভিজ্ঞতা থেকে নামী-দামী ব্রান্ডগুলোকে এ বিষয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন। ব্রান্ডগুলো যাতে পোশাকের সাইজে আরও বৈচিত্র্য আনেন এমনটাই চান ব্লেক।
বিডি প্রতিদিন/ফারজানা