ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন ভারতের জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। কমলা শাড়ি আর সাদা পাঞ্জাবিতে বিয়ের সাজের ছবি ছড়িয়ে পড়তেই সবাই নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। গতকাল রবিবার শুধু মালা বদল আর রেজিস্ট্রি হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে।
ঘরোয়া সেই অনুষ্ঠানের জন্য ইমন পরেছিলেন জরির কাজ করা কমলা রঙের সিল্কের শাড়ি আর সোনার গয়না। তার বর নীলাঞ্জনও সেজেছিলেন মানানসই সাদা পাজামা-পাঞ্জাবিতে।
আগামীকাল ২ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে অতিথি আপ্যায়নের। তারকারাও থাকবেন তাতে। ডিজাইনার অভিষেক রায়ের তৈরি করা পোশাকেই সে দিন সাজবেন নব দম্পতি।
বিডি প্রতিদিন/ফারজানা