ঢালিউডের প্রয়াত অভিনেতা মান্নার নামে প্রতারণা করছেন পান্না চৌধুরী নামের এক ব্যক্তি। ১৭ ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভিনেতার ভক্তদের কাছ থেকে টাকা চাইছেন তিনি। সবাইকে বলছেন, শেলি মান্না ও অভিনেতা অমিত হাসানের নির্দেশে মান্না ফাউন্ডেশন গড়ে তুলছেন তিনি। মান্নার ভক্তদের নিয়ে তিনি যাবেন প্রিয় অভিনেতার কবর জিয়ারত করতে। সেখানে আয়োজন করবেন কাঙালিভোজ।
মান্নার স্ত্রী শেলী মান্না জানান, পান্না একেকবার একেক কথা বলেছেন। একবার তিনি বলছেন, আমার এবং অমিত হাসানের সঙ্গে কথা হয়েছে। তখন পরিচয় দিলে ওই ব্যক্তি কথা ঘোরাতে থাকেন। আমি শুনেছি সেই লোক মান্না ফাউন্ডেশনের নামে সদস্য সংগ্রহ করছিলেন। এ ছাড়া আগামী ১৭ তারিখ মৃত্যুবার্ষিকীর জন্য অর্থ সংগ্রহ করছিলেন। কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার খবরও পেয়েছি। আমাদের না জানিয়ে মান্নার নামে এটা একধরনের প্রতারণা। আমরা পদক্ষেপ নিয়েছি।
এ বিষয়ে পান্না চৌধুরী জানান, মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহের কথা তিনি ভুলবশত বলেছিলেন। চাঁদা চাওয়ার ঘটনাটি তিনি অস্বীকার করেন বলেন, ঘটনাটা নিয়ে একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এখন মানসম্মান নিয়েই বিপদে আছি। শুধু শুধু আমাকে শুনতে হচ্ছে, ধান্দাবাজ, প্রতারক, ভণ্ড। আমি সেই রকম ছেলে না।
বিডি প্রতিদিন/ফারজানা