এবারের অস্কারে দক্ষিণ কোরিয়ার প্রথম অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন ইয়া-জাং উন। মিনারি ছবিতে দাদির চরিত্রে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ৭৩ বছর বয়সী এ অভিনেত্রী। মিনারি ছবিটির প্রযোজক স্বনামধন্য হলিউড অভিনেতা ব্রাড পিট। অস্কারে ইয়া-জাং উনের পাশে হাজির ছিলেন পিটও। অনুষ্ঠানে ইয়া-জাং উন বলেন, তিনি ব্রাড পিটের অনেক বড় ভক্ত।
পুরস্কার জিতে দুই ছেলেকেও ধন্যবাদ দিয়েছেন ইয়া-জাং উন। তিনি বলেন, তারা আমাকে এই বয়সেও অভিনয়টা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। তার ফল পেলাম আজ।
ইয়া-জাং উনের সঙ্গে একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন খ্যাতনামা মার্কিন অভিনেত্রী গ্লেন ক্লোজ। শেষ হাসি হেসেছেন দক্ষিণ কোরিয়ার 'মেরিল স্ট্রিপ' খ্যাত ইয়া-জাং উন। পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি না। আমি কীভাবে গ্লেনকে হারিয়ে জিততে পারি! ভাগ্য খানিকটা আমার ওপর সহায় হয়েছে হয়তো। আমি তার চেয়েও ভাগ্যবতী। হয়তো একজন কোরীয় অভিনেত্রীর জন্য এটা আমেরিকানদের সহৃদয়তা। আমি নিশ্চিত নই। তারপরও, অনেক অনেক ধন্যবাদ।
বিডি প্রতিদিন/ফারজানা