এবছর অস্কারে সহঅভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়া-জাং উন। তিনিই প্রথম দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী যিনি অস্কার জিতেছেন। মিনারি ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছেন এ অভিনেত্রী। মিনারি ছবিটির প্রযোজক স্বনামধন্য হলিউড অভিনেতা ব্রাড পিট। গত বছর 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' ছবির জন্য সহ-অভিনেতার অস্কার জিতেছিলেন তিনি।
অস্কারে এক সাংবাদিক ৭৩ বছর বয়সী ইয়া-জাং উনকে প্রশ্ন করেন, ব্রাড পিটের শরীরের গন্ধ কেমন? উত্তরে ইয়া-জাং উন বলেন, আমি তার গন্ধ শুঁকে দেখিনি। আমি কুকুর নই।
ইয়া-জাং উন পরে অবশ্য জানিয়েছেন, তিনি ব্র্যাড পিটের ভক্ত। তার ছবিও দেখেছেন তিনি।
অস্কারের মঞ্চে ৫৭ বছর বয়সী ব্রাড পিটের সঙ্গে মজাও করেছেন ইয়া-জাং উন। অনুষ্ঠানে তিনি বলেন, জনাব ব্র্যাড পিট, শেষ পর্যন্ত দেখা হয়ে ভালো লাগছে। শুটিংয়ের সময় কোথায় ছিলেন? আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মান অনুভব করছি।
বিডি প্রতিদিন/ফারজানা