ভারতের দক্ষিণী সিনেমায় বেশ জনপ্রিয় মুখ নিত্য মেনন। ছোটবেলাতেই অভিনয় শুরু করেন নিত্য। অভিনয় করেছেন ইংরেজি ভাষার ছবিতেও। তবে মালায়লাম, তেলেগু, তামিল ও কানাড়া ছবিতে বেশি দেখা যায় নিত্যকে।
২০১৯ সালে অক্ষয় কুমারের সঙ্গে 'মিশন মঙ্গল' দিয়ে বলিউডেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার সম্প্রতি করা ফটোশুট নজর কেড়েছে সবার। সাদা গাউনে একেবারে রাজকুমারীরের মতো লাগছে নায়িকাকে।
এ পর্যন্ত তিনটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন নিত্য। তার কয়েকটি আলোচিত ছবি হলো 'ওকে কানমানি', 'মার্সেল' ও 'জনতা গ্যারেজ'।
সামনে নিত্য মেননকে দেখা যাবে 'গামানাম', 'আপ্পাভিন মিসাই' ছবিতে। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও পারদর্শী ৩৩ বছর বয়সী নিত্য।
বিডি প্রতিদিন/ফারজানা