টালিগঞ্জে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ। কোভিডের শিকার হচ্ছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
বুধবার অভিনেত্রী জানান, তিনি করোনা পজিটিভ। রিপোর্ট পজিটিভ এসেছে তার মা-বাবারও। খুব সম্ভবত দিতিপ্রিয়ার বাবাই প্রথম কোভিড পজিটিভ হন, দু-দিন জ্বরে ভোগেন অভিনেত্রীর মা। পরে করোনা পরীক্ষা করালে, তিনজনেরই রিপোর্ট পজিটিভ আসে।
দিতিপ্রিয়া রায় বলেন, তিনজনই ভালো আছি। তবে আমার একটু বেশি দুর্বল লাগছে। সর্দি-কাশি হলে যেমন হয় আর কী। একটু গলা খুশখুশ, মাথা-ব্যাথা এই আর কী!
আপতত আইসোলেশনে রয়েছে দিতিপ্রিয়ার পরিবার। চিকিৎসকের পরামর্শ ও করোনাবিধি পালন করছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ