ওপার বাংলার তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের সম্পর্কের কথা সবারই জানা। এবার ঐন্দ্রিলার মা ‘দিদি নম্বর ১’-এর সেটে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
টিভিশোটির স্পেশ্যাল এপিসোডে মা কাস্তুরি সেনের সঙ্গেই দেখা যায় ঐন্দ্রিলাকে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘সারা জামানা’য় গলাও মেলালেন তিনি। সঙ্গে জানালেন কবে করবেন অভিনেতা অঙ্কুশকে বিয়ে!
ঐন্দ্রিলাকে রচনা ব্যানার্জী প্রশ্ন করেন, ‘১০ বছর ধরে শুনছি আজ নয় কাল, বিয়ে করব। তা কবে হবে বিয়ে?’ ঐন্দ্রিলা উত্তর দেওয়ার দায়িত্ব মায়ের ঘাড়েই চাপিয়ে দেন। আর তার মা জানান, এদে বিয়ে হলেই বিপদ!
যদিও নেটিজেনরা অন্য কোনো উত্তর আশা করেছিলেন ঐন্দ্রিলার মায়ের কাছে থেকে। তার উত্তরে এ কথা স্পষ্ট যে তিনিও রচনা ব্যানার্জীর প্রশ্নকে মজার ছলে নিয়ে দায়সারা উত্তর দিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক