ইলিয়ানা ডিক্রুজ, ভারতীয় সিনেমা জগতের অন্যতম নাম। সম্প্রতি তার ‘দ্য বিগ বুল’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজে ইলিয়ানার ভিন্ন অভিনয় সবার নজর কেড়েছে। এর মধ্যে এই অভিনেত্রী নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কেন তা নিয়ে মুখ খুলেছেন।
তিনি জানিয়েছেন, বডি শেমিং-এর কারণে একটা সময় তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। তার ভাষ্য, আমার তখন ১২ বছর বয়স। পিউবার্টিতে ঢুকছি। তখন লোকে আমার শরীর নিয়ে মন্তব্য করত। অবাক হতাম। এখনো সে সব দিনের কথা মনে পড়লে মনে হয়, এই তো সেদিনের ঘটনা। এতটাই ভয় ঢুকে গিয়েছে।
ইলিয়ানা আরও জানান, এসব পরিস্থিতিতে নিজের মনের ওপর বিশ্বাস রাখাটা খুব দরকার। লোকে কী বলছে, তা অত গুরুত্ব না দেওয়ার জন্য মানসিক শক্তি প্রয়োজন। তুমি নিজেকে নিয়ে কী ভাবছ, সেটাই গুরুত্বপূর্ণ। আর এটা প্রতিদিন আমি নিজেকে বুঝিয়েছি।
বিডি-প্রতিদিন/শফিক