বিশ্ব যখন করোনা সংক্রমণ রোধে তৎপর তখন বেশি জমায়েতে করোনা ছড়ায় কিনা তা পরীক্ষা করতেই ইউরোপে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্টিভ্যাল ও ষাঁড়ের লড়াইয়ের।
বিখ্যাত রকব্যান্ড দল দ্য বিটলসের জন্মভূমি ইংল্যান্ডে লিভারপুলে হবে মিউজিক ফেস্টিভ্যাল এবং স্পেনে হবে ষাঁড়ের লড়াই।
মাস্ক না পরে ও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই গানের তালে তালে চলছে নাচানাচি। প্রিয়জনদের সঙ্গে এক বর্ণিল সময়ে মেতেছেন তারা। বিজ্ঞান ও সংগীতের নামে প্রায় পাঁচ হাজার মানুষ জমায়েত হয় অনুষ্ঠানে। তবে করোনা টেস্ট করিয়েই ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন শিল্পী ও দর্শকরা। অনুষ্ঠানের যোগ দেয়ার পাঁচদিন পর আবারও করোনা টেস্ট করাতে হবে তাদের, এই শর্তেই গান উপভোগের সুযোগ দেওয়া হয়েছে।
এখানে যোগ দেয়ার পর কতজন সংক্রমিত হচ্ছেন এই তথ্য ব্যবহৃত হবে সরকারি গবেষণাগুলোতে। মিউজিক ফেস্টিভ্যালটি সফল হলে বছর জুড়ে বড় অনুষ্ঠানের আয়োজন চালানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
এছাড়াও করোনাকাল শুরুর পর প্রথমবারের মতো মাদ্রিদের লাস ভেন্তাসে শুরু হয়েছে ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা। মাস্ক পরে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই ষাঁড়ের লড়াই উপভোগ করছেন দর্শকরা। এই প্রতিযোগিতা থেকে পাওয়া অর্থ দেওয়া হবে ষাঁড়ের লড়াইয়ের সঙ্গে জড়িত কর্মীদের।
উল্লেখ্য, করোনা পূর্ববর্তী সময়ে একসঙ্গে প্রায় ৬ হাজার মানুষ আসতে পারতো বিখ্যাত এই ষাঁড়ের লড়াই দেখতে। কিন্তু মহামারিতে মাত্র ধারণক্ষমতার ৪০ ভাগ মানুষ লড়াই উপভোগের অনুমতি পেয়েছেন।
সূত্র: ইউরো নিউস
বিডি প্রতিদিন / অন্তরা কবির