বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের শুরু থেকেই করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু হয়। তখন থেকেই অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য পেশার মতো অভিনয় শিল্পীরাও করোনাভাইরাস প্রতিরোধক টিকা পেয়েছেন। তবে সুযোগ থাকা সত্ত্বেও এতোদিন টিকা নেননি চিত্রনায়ক জায়েদ খান।
অবশেষে আজ শনিবার টিকার প্রথম ডোজ নিলেন শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক। দুপুরে রাজধানীর পুলিশ হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন। ভ্যাকসিন গ্রহণের পর জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমিতো শুধু একজন অভিনয় শিল্পী নই, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা। আমি চেয়েছি আমার শিল্পীরা আগে টিকা নিক, তাদের রেজিস্ট্রেশন সমিতি থেকে করে দিয়েছি। তারপর আমি নিলাম।’
তিনি আরও বলেন, ‘টিকা নেয়ার সুযোগ ছিলো আগেই, কিন্তু শিল্পীদের কথা বিবেচনা করে এতোদিন টিকা নিইনি। আমি চেয়েছি, শিল্পীরা আগে টিকা নিক। যেন পরবর্তীতে প্রশ্ন না উঠে, জায়েদ আগেই টিকা নিয়ে নিলো!’ উল্লেখ্য, করোনা সংক্রমণের শুরু থেকেই জায়েদ খান চলচ্চিত্র শিল্পীদের বিভিন্ন সংকট মোকাবেলায় কাজ করে চলেছেন।
বিডি-প্রতিদিন/শফিক