ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী লাগাতার বডি শেমিং-এর শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ মাস আগেই পুত্র সন্তানের মা হয়েছেন এই নায়িকা। এতে স্বাভাবিকভাবেই মা হওয়ার সুবাদে শুভশ্রীর শরীরে বেশ কিছু পরিবর্তন এসেছে। খবর হিন্দুস্তান টাইমস এর।
এরপর মাঝখানে একটা বিরতির পর মাসকয়েক আগেই ক্যামেরার সামনে ফিরেছেন শুভশ্রী। আপতত একটি ডান্স রিয়ালিটি শো-এর বিচারক হয়ে শোবিজে ব্যস্ত তিনি। এই শো-র সূত্র ধরে নেটদুনিয়ায় তার হালকা মুটিয়ে যাওয়া শরীর নিয়ে কটাক্ষ করছেন অনেকেই।
যদিও বিষয়টি নিয়ে এত দিন চুপ ছিলেন শুভশ্রী, তবে এবার বডি শেমিংয়ের বিরুদ্ধে কড়া জবাব দিলেন। তিনি জবাব হিসেবে একটা লেখা ইন্সটা স্টোরিতে দিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘শিশুর জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে নানান পরিবর্তন হয়। অনেক জটিলতাও তৈরি হয়। আর ওজন কমানো কোনও জাদুমন্ত্র নয়।’
সেখানে আরও লেখা রয়েছে, ‘শুভশ্রী একজন অভিনেত্রী হলেও একজন রক্তমাংসের মানুষ। সুতরাং, শুভশ্রী নিজের ওজন কমাবেন কি কমাবেন না, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ এর আগে সম্প্রতি এক ফটোশুটের ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছিলেন, ‘তোমার সৌন্দর্যের ব্যাখ্যা তুমি নিজে করবে। সমাজ তোমার সৌন্দর্যের ব্যাখ্যা দেবে না।’
বিডি-প্রতিদিন/শফিক