তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা শিবাজি রাও গায়েকোয়াড় যিনি পর্দায় রজনীকান্ত নামেই বেশি পরিচিত। বহু বছর ধরে তার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন চলছে। কেউ কেউ তাকে ভারতের রাষ্ট্রপতি হিসেবেও দেখতে চান। তবে রজনীকান্ত বার বারই বলে আসছেন, তিনি রাজনীতিতে আসতে আগ্রহী নন।
আজ সোমবার ভক্ত ও অনুসারীদের সঙ্গে বৈঠক করেন ৭০ বছর বয়সী এ অভিনেতা। সেখানে তিনি ফের জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতিতে আসছেন না। ভবিষ্যতেও আসার কোনো সম্ভাবনা নেই।
রজনী মাক্কাল মানদ্রাম নামে রজনীকান্তের একটি সংগঠন আছে। অনেকে এটিকে তার রাজনীতিতে আসার ইঙ্গিত হিসেবেও ধরে নিয়েছিলেন। এবার দলটি বিলোপ করে দিয়েছেন তিনি। রজনীকান্ত সাফ জানিয়ে দিয়েছেন, এ সংগঠনের সবাই রজনীকান্ত ফ্যান ক্লাব অ্যাসোসিয়েশনের হয়ে দায়িত্ব পালন করবে। জনসেবামূলক কর্মকাণ্ডে দেখা যাবে তাদের।
বিডি প্রতিদিন/ফারজানা