সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার তরুণ সেনাবাহিনীর ক্যাডাররা গাইছে বিখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির আইকনিক গান ‘অ্যায় ওয়াতন’। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায় ঘুরছে এই ভিডিও। অনেকেই বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। খবর ওয়ান ইন্ডিয়ার।
ওই ভিডিওতে দেখা গেছে, মস্কোর একটি অনুষ্ঠানে রাশিয়ান সেনারা একটি গানের সঙ্গে নিজেদের ঠোঁট মেলাচ্ছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মস্কোর ভারতীয় দূতাবাসের সেনা পরামর্শদাতা ব্রিগেডিয়ার রাজেশ পুষ্কর। তিনিও সবার সঙ্গে গলা মেলাচ্ছেন।
ভিডিওটি নিজের ইনস্টা প্রোফাইলে শেয়ার করে বলিউড অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘এই গানটি হিন্দি ‘শহীদ (১৯৬৫)’ সিনেমার, যা আমার খুবই প্রিয় দেশাত্মবোধক গান। রাশিয়ান সেনা স্কুলের ক্যাডার তাদের সকালে স্কুলের অ্যাসেম্বলি প্রার্থনায় এই গানটি গেয়েছে যা শুনে রোম্যাঞ্চকর ও গর্ব বোধ হচ্ছে।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শফিক