অনুরাগ কাশ্যপ যুক্ত হলেন বিজন-আরিফদের সাথে! কি চমকে গেলেন? চমকে যাওয়ার মতোই ঘটনা। অনুরাগ কাশ্যপের আই এম ডি বি লিংকে গেলে দেখবেন, তার ডিরেক্ট করা মুভির চেয়ে প্রডিউস করা মুভির সংখ্যা অনেক বেশি।
ইতোমধ্যে অনুরাগকে ঘিরে একটি জোয়ার এসেছে ভারতে। সেই ধারাবাহিকতায় অনুরাগ এবার যুক্ত হলেন বাংলাদেশের বিজন-আরিফদের সাথে।
ছবির নাম ‘সলো’ (একা)। বিজন-আরিফদের কথা সবাই জানে ‘মাটির প্রজার দেশে’ সিনেমা থেকে। সামনে নতুন কাজ শুরু হচ্ছে বিজন-আরিফদের। এরই মধ্যে বিজন-আরিফ যুক্ত হয়েছেন সুমন সেনের ছবি ‘একা’র সাথে, গুপী বাঘা প্রডাকশন থেকে।
সেই ছবির সূত্র ধরে অনুরাগের সাথে যুক্ত হয়েছেন বিজন-আরিফ। অনুরাগ কাশ্যপ সব সময়ই ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারদের জন্য আনকন্ডিশনাল ভাবে কাজ করে গেছেন। অনুরাগ বিশ্বাস করেন পরিবর্তন করতে হলে দলটা ভারী করতে হয়। অনুরাগের সঙ্গে যুক্ত রয়েছেন ফ্রান্সের প্রডিউসার ডোমেনিক ওয়েলিন্সকি, যিনি বিখ্যাত তার প্রডিউস করা শ্রীলঙ্কান ছবি ‘হাউস অব মাই ফাদারস’ এর জন্য। তিনি পূর্বেই যুক্ত হয়েছেন একা ( সলো) ছবির সাথে।
এবার যুক্ত হলেন অনুরাগ তার গুড ব্যাড ফিল্মস নিয়ে। এর সাথে অনুরাগের সাথে যুক্ত হলো বাংলাদেশের তরুণ স্বপ্নবাজ ফিল্ম মেকাররা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন