জনপ্রিয় ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির হাত ধরে টলিউডে যাত্রা শুরু হলো এবার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। এরই মধ্যে রহস্যে ঘেরা ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’ নামের তার অভিনীত ওয়েব সিরিজের এক ঝলক সামনে এসেছে। আজ বৃহস্পতিবার ইউটিউবে এর টিজার প্রকাশিত হয়েছে।
ওয়েব সিরিজের মুখ্য চরিত্র মুসকান জুবেরি হিসেবে অভিনয় করেছেন বাঁধন। গল্পে দেখা যাবে, বাংলাদেশের সুন্দরপুরের এক খ্যতনামা রেস্তোরাঁ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’। কিন্তু এই রেস্তোরাঁটি কেন এত জনপ্রিয় সেটা জানতেই সেখানে এসে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ। এই রেস্তোরাঁর মালিক মুসকান জুবেরীকে নিয়ে নিরুপমের মনে জাগে একাধিক প্রশ্ন, এর জেরেই সে যোগযোগ করে পুলিশের সোর্স আতর আলীর সঙ্গে। তিনিই নিরুপমকে মুসকান সম্পর্কে অদ্ভুত সব তথ্য দিতে থাকেন। এরপর সেখানে একের পর এক ঘটনার ঘনঘটা। পাঁচজন নিখোঁজ, আর সেই রহস্যের সঙ্গে অদ্ভূতভাবে জড়িয়ে এই রেস্তোরাঁ ও তার মালিক মুসকান জুবেরি।
এমনই কিছু টুকরো ঝলক ধরা পড়ল সৃজিতের দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’র টিজারে। উল্লেখ্য, বাংলাদেশের নামকরা লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের একই নামের উপন্যাস অবলম্বনে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন সৃজিত। বাঁধন ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তীরা। সাংবাদিক নিরুপম চন্দার চরিত্রে রয়েছেন রাহুল বোস, আর আতর আলির চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। এক পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্তকে। আগামী ১৩ই আগস্ট থেকে হইচই-তে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।
বিডি-প্রতিদিন/শফিক