১৫ বছর সংসার করার পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। অনেকেই তাদের এ বিচ্ছেদ মেনে নিতে পারেননি। বিচ্ছেদের যৌথ ঘোষণায় আমির ও কিরণ জানিয়েছিলেন, তারা পরিবারের সদস্য হিসেবে থাকবেন। একসঙ্গে সন্তানের দেখাশুনা করবেন। এবার সেটাই দেখা গেল লাদাখে। সেখানে ধারণকৃত আমির ও কিরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমির ও কিরণকে একসঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে নাচতে দেখা গেছে।
লাদাখের ‘লাল সিংহ চাড্ডা’ ছবির শ্যুট করছেন বলিউড তারকা আমির ও তার সহকর্মীরা। সঙ্গে রয়েছেন সদ্য সাবেক স্ত্রী কিরণ এবং তাদের একমাত্র সন্তান আজাদ রাও খান। বুধবার রাতে আমির-কিরণের ওই নাচের ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।
লাদাখের কয়েক জন স্থানীয় ব্যক্তিরাই সেই ভিডিওগুলি ছড়িয়ে দিয়েছেন নেটমাধ্যমে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে আমিরকে নিয়ে ট্রলও করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘দাদুর বয়সে ৩০ বছর বয়সী মহিলাকে বিয়ে করবেন এ বার!’ একজন আবার এটিকে ‘ডিভোর্স পার্টি’ বলেও আখ্যা দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা