দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ও প্রথম বিনোদন ভিত্তিক টেলিভিশন এশিয়ান টিভিতে প্রতি বছরের মতো এবারের ঈদেও থাকছে সাতদিনের বর্ণাঢ্য আয়োজন। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত চলবে বিশেষ এই আয়োজন। বরেণ্য নির্মাতাদের নির্মানে ও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে থাকছে সাতটি একক নাটক ও ১৪টি বাংলা ছায়াছবি এবং একটি তার্কিশ সিরিয়ালসহ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান “এশিয়ান মিউজিক” সম্প্রচার করবে চ্যানেলটি।
ঈদের দিন সকাল ৯ টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘নাটের গুরু’, দুপুর ১টায় সম্প্রচর হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ফুল নেবো না অশ্রু নেবো’। সন্ধ্যা ৭.৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘বৃষ্টি হয়ে এলে তুমি’, রাত ০৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক “আয়েশা মরিয়ম” এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান- এশিয়ান মিউজিক।
ঈদের ২য় দিন সকাল ০৯ টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘রুখে দাড়াও’ , দুপুর ০১ টায় সম্প্রচর হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘স্বপ্নের বাসর’। সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘হানিমুন’, রাত ০৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক “আয়েশা মরিয়ম” এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান- এশিয়ান মিউজিক।
ঈদের ৩য় দিন সকাল ০৯ টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘হিম্মত’ , দুপুর ০১ টায় সম্প্রচর হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মা আমার স্বর্গ’। সন্ধ্যা ০৬ টা ৩৫ মিনিটে সম্প্রচারিত হবে তারকাদের অংশগ্রহনে আড্ড অনুষ্ঠান “সেলিব্রেটি টাইম”। ইমতু রাতিশের উপস্থাপনায় অতিথি হিসেবে থাকবেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘স্ক্রিনশট’, রাত ০৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক “আয়েশা মরিয়ম” এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান- এশিয়ান মিউজিক।
ঈদের ৪র্থ দিন সকাল ০৯ টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘সবাইতো সুখী হতে চায়’, দুপুর ০১ টায় সম্প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘স্বামীর সংসার’। সন্ধ্যা ০৬ টা ৩৫ মিনিটে সম্প্রচারিত হবে তারকাদের ফ্যাশন ও লাইফস্টাইল শো “গ্লস অ্যান্ড গ্লিটার”। সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘ইমোশনাল ফুল’, রাত ০৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক “আয়েশা মরিয়ম” এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান- এশিয়ান মিউজিক।
ঈদের ৫ম দিন সকাল ৯টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘টপ লিডার’, দুপুর ১টায় সম্প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘পবিত্র ভালোবাসা’। সন্ধ্যা ৭.৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘বয়ফ্রেন্ড উইথ বেনিফিট’, রাত ০৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক “আয়েশা মরিয়ম” এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান- এশিয়ান মিউজিক।
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ০৯ টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নয়ন ভরা জল’, দুপুর ১টায় সম্প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ভালোবাসার দুশমন’। সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘হৃদয়ে মম’, রাত ০৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক “আয়েশা মরিয়ম” এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান- এশিয়ান মিউজিক।
ঈদের ৭ম দিন সকাল ০৯ টায় সম্প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘স্বপ্নের নায়ক’, দুপুর ০১ টায় সম্প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নষ্ট ছাত্র’। সন্ধ্যা ৭.৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘পুরুষের কান্না’, রাত ৮.৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক “আয়েশা মরিয়ম” এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান- এশিয়ান মিউজিক।
এছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে টক শো 'নিটল টাটা টেবিল টক'সহ থাকছে নানা রঙিন অনুষ্ঠানমালা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির