৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেঁ রিগা বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেঙ্কো নির্মিত রাশিয়ান ছবি ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’। এই বিভাগে অংশ নিয়েছিল বাংলাদেশের ছবি ‘রেহানা মরিয়ম নূর’।
গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানের সাল দুবুসি হলে আঁ সার্তেঁ রিগার পুরস্কার ঘোষণা করা হয়। কানে পুরস্কার পাওয়া ছবির তালিকা :
গ্র্যান্ড প্রাইজ
‘আনক্লেনচিং দ্য ফিস্টস’
জুরি প্রাইজ
‘গ্রেট ফ্রিডম’, সেবাস্তিয়ান মিজ
দ্য অনসাম্বল প্রাইজ
‘গুড মাদার’, হাফসিয়া হের্জি
প্রাইজ অব কারেজ
‘লা সিভিল’, তিওদোরা না মিহাই
প্রাইজ অব অরিজিনালিটি
‘ল্যাম্ব’, ভ্লাদিমির জোহানসন
স্পেশাল মেনশন
‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’, তাতিয়ানা হুজো
সূত্র : হলিউড রিপোর্টার
বিডি প্রতিদিন/ফারজানা