বিটিভির নিয়মিত অনুষ্ঠান 'গান আলাপন'। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় শিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের পরবর্তী পর্বে অতিথি হয়ে আসবেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী কাজী শুভ ও রন্টি দাশ।
কাজী শুভ ও রন্টি দাশ তাদের জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে কথা বলবেন। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেসব ভিডিওর সম্প্রচার। শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় 'গান আলাপন'-এর এ পর্বটি বিটিভিতে প্রচার হবে আগামী মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১টা ২৫ মিনিটে।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, বাংলা গানকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি বরাবরের মতো এই পর্বটিও দর্শক উপভোগ করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত