ঈদের দিন রাত নয়টা থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত বাংলা টিভিতে একই সময়ে হবে গানের অনুষ্ঠান ‘প্রেম শো’। উপস্থাপনায় থাকবেন শ্রাবণ্য তৌহিদা। এই তিন দিন প্রেম শোনাবেন প্রিয় সব গান। ১৪ বছর বয়সী এই গায়ক এরমধ্যে গেয়েছেন শতাধিক মৌলিক গান। যেগুলো লিখেছেন কবির বকুল, চয়ন ও মিল্টন খন্দকারসহ অনেকে।
প্রেমের সাথে দ্বৈত গেয়েছেন ন্যান্সি, অবন্তী সিথি ও শিল্পি বিশ্বাসসহ ভারতের অনেকে। এরমধ্যেই প্রেম বাংলার পাশাপাশি হিন্দি গানও গাইতে শুরু করেছেন। খুব শিগগির টি-সিরিজ থেকে তার প্রথম হিন্দি গান প্রকাশ পাবে।
ঈদে টিভি পর্দায় ‘প্রেম শো’ নিয়ে প্রেম বলেন, ‘ছোটবেলা থেকে গানের প্রতি ভালোবাসা। বাবা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। শ্রোতারাও আমাকে গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ সবার প্রতি। আশা করছি, প্রেম শো সবাই দেখবেন।’
বিডি-প্রতিদিন/শফিক/মোস্তফা