করোনার কারণে ঘরবন্দী জীবন পার করছেন চিত্রনায়িকা ববি। মাঝে একটি বিজ্ঞাপনের কাজ করতে পেরেছিলেন শুধু। বাকিটা সময় বলা যায় ঘরবন্দী সময়ই কাটাতে হয়েছে।
তবে আজকের দিনটা তার জন্য অন্যরকম একটি দিন। কারণ আজ তার জন্মদিন। যদিও এই দিনে কাছে নেই তার মা আর দুই বোন। যে কারণে আজকের জন্মদিনে তার মনটা একটু বেশিই খারাপ।
ববি তার বাবা কে এম ইমামুল হককে হারিয়েছেন ২০১৯ সালের ৫ এপ্রিল। এরপর যেন মা-ই তার কাছে পুরো পৃথিবী। কিন্তু সেই মা’কেও চলে যেতে হয়েছে দুই বোন ছবি ও তনিকার কাছে।
জন্মদিন প্রসঙ্গে ববি বলেন, ‘যেহেতু এখন করোনায় আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে, সে কারণে দিনটিকে বিশেষভাবে উদযাপনের কোনো আগ্রহ নেই আমার। তবে রাজধানীর শেওড়াপাড়ায় একটি এতিমখানা আছে। সেখানে কিছু আর্থিক সহযোগিতা করব। সন্ধ্যার পর নিজের খুব কাছের কিছু মানুষকে নিয়ে সময় কাটাব।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত