প্রযোজনা প্রতিষ্ঠান সরকার মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে কাজী শুভ ও তারান্নুম আফরীনের নতুন গানচিত্র ‘তুমি ছাড়া আমি’।
রোমান্টিক মেলোডিনির্ভর গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। আর গানের দৃশ্যায়নে দেখা গেছে ছোটো পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিনকে।
মূলত বিইউ শুভ পরিচালিত 'হার্ট টু হার্ট' নাটকের গান হিসেবে গানটি মুক্তি দেয়া হয়েছে। নাটকের চ্যানেল হিসেবে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করা সরকার মিডিয়া এই গানের মাধ্যমেই তাদের অফিশিয়াল মিউজিক চ্যানেলের যাত্রা শুরু করলো। এখন থেকে নিয়মিতই গান প্রকাশিত হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার সরকার সুমন।
নতুন এই গান প্রসঙ্গে প্রবাসী কন্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন বলেন, ব্যস্ততার ফাঁক গলিয়ে মনের আনন্দে গান করি। এই গানটি চমৎকার মিষ্টি একটি রোমান্টিক গান। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।
উল্লেখ্য, এর আগে কুমার শানু, আসিফ আকবরসহ শীর্ষ শিল্পীদের সঙ্গে দ্বৈত গান করেছেন তারান্নুম আফরীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত