ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার বরাবরই থাকেন আলোচনায়—কখনও তার স্টাইল স্টেটমেন্ট, কখনও বা ক্রিকেটারদের সঙ্গে প্রেমের গুঞ্জন ঘিরে।
এক সময় ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে তুমুল চর্চা হয়েছিল। স্টেডিয়ামে গ্যালারিজুড়ে ‘সারা, সারা’ ধ্বনি ছিল নিত্যদিনের ঘটনা। তবে এবার সারার সঙ্গে নতুন নাম জড়িয়েছে—বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।
সম্প্রতি ফিল্মফেয়ার–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সারা ও সিদ্ধান্তকে একাধিকবার একসঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, সম্পর্কটি এখনই গভীর না হলেও, দুজনের রসায়ন জমে উঠেছে ভালোভাবেই। একে অপরের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তাঁরা। ফলে প্রেমের গুঞ্জন আরও জোরালো হচ্ছে।
এর আগে সারার সঙ্গে ক্রিকেটার শুভমন গিলের নাম জুড়েছিল। বহুবার তাকে সারার পাশে বসে মাঠে খেলা দেখতে দেখা গেছে। একসঙ্গে রেস্তোরাঁয় যাওয়ার ছবিও ভাইরাল হয়েছিল।
তবে সম্প্রতি এক পডকাস্টে গিল দাবি করেছেন, তিনি বহু বছর ধরেই সিঙ্গল। তাহলে কি সম্পর্কটা শুধুই গুজব ছিল? নাকি অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছে? এ বিষয়ে কিছুই স্পষ্ট করেননি এই ক্রিকেটার।
অন্যদিকে, ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করার সময় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নভ্যা নভেলি নন্দার সম্পর্ক নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে এ নিয়ে মুখ খোলেননি কেউই।
এদিকে শুধু প্রেম নয়, বলিউডে পা রাখার প্রস্তুতিও নিচ্ছেন সারা টেন্ডুলকার। ঘনিষ্ঠমহলের দাবি, অভিনয়ের জন্য তিনি ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন।
আর সেই অভিষেক যদি সিদ্ধান্তের বিপরীতে হয়, তাহলে সিনেপ্রেমীদের জন্য নতুন এক জুটি দেখার অপেক্ষা।
বিডি প্রতিদিন/আশিক