আবারও বিতর্কের মুখে বলিউড অভিনেতা ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলি। এবার মাদক মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। শনিবার ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো মুম্বাইয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে।
এর আগে অভিনেতার বাড়িতে অভিযান চালায় সংস্থাটি। আরমান কোহলির বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন করা এবং বাড়িতে বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ এনেছে এনসিবি। এটাই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে আইন ভেঙে বাসায় ৪১ বোতল স্কচ হুইস্কি রাখার জন্য আরমানকে গ্রেফতার করা হয়েছিল।
আরমানকে গ্রেফতারের আগে মাদকযোগ থাকায় ভারতের টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ সংস্থাটি। চলতি বছরের এপ্রিলে অভিনেতা এজাজ খান এবং আরও কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসায় গত কয়েক মাস ধরে গৌরবের খোঁজে ছিল এনসিবি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে মাদকচক্রের হদিস পেতে সক্রিয় হয়ে ওঠে এনসিবি। কিছুদিন আগেই করণ জোহর ও অর্জুন রামপালকে সমন পাঠানো হয়েছিল। এবার আরমানকে হেফাজতে নিলো এনসিবি।
এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন আরমান কোহলি। একবার তার এক বান্ধবী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আরমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার