ভারতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় ফের সরব হয়ে উঠেছে চলচ্চিত্র পাড়া। এর ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর পুরোদমে কাজে ফিরেছেন দীপিকা পাড়ুকোনও। তার হাতে আছে বেশ কয়েকটি ছবি। এর মধ্যে আছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। ছবিটিতে দীপিকার সহশিল্পী শাহরুখ খান ও জন আব্রাহাম। ছবির বেশ কয়েকটি দৃশ্য ও গানের শুটিং হবে স্পেনে।
এছাড়াও দীপিকা সম্প্রতি শেষ করেছেন শকুন বাত্রার একটি ছবির কাজ। এতে বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীকে।
‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের সঙ্গেও জুটি হয়ে বড় পর্দায় আসছেন দীপিকা। সম্প্রতি ‘প্রজেক্ট কে’ শিরোনামের ছবিটির শুটিং হয়েছে। ছবিটিতে দীপিকা ও প্রভাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে।
বিডি প্রতিদিন/ফারজানা