মিউজিক কনফারেন্স ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপোতে (ওম্যাক্স) বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন ব্যান্ড চিরকুটের দল প্রধান শারমীন সুলতানা সুমি।
কণ্ঠশিল্পী সুমি বলেন, ‘২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে আমরা অংশ নিয়েছিলাম। উৎসবের পরিচালক টড আমাদের পারফরম্যান্স দেখেছিলেন। এ বছর ওম্যাক্স ২১-এর জুরি সদস্য তিনি। টড আমাকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।’
সারা বিশ্বের মিউজিক প্রফেশনালদের নিয়ে আগামী ২৭ অক্টোবর পর্তুগালের পোর্তোতে শুরু হবে এবারের আসর। আগামী ২৬ অক্টোবর ওম্যাক্সে অংশ নিতে পোর্তোতে পৌঁছাবেন সুমি। এবার ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার এই কনফারেন্সে অংশ নেবেন। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ মিউজিক এক্সপো।
বিডি প্রতিদিন/ফারজানা