১৭ অক্টোবর, ২০২১ ১৮:১২

মুঠোফোনে অধরার আড্ডা...

শামছুল হক রাসেল

মুঠোফোনে অধরার আড্ডা...

অধরা খান

হালের যে কয়েকজন উদীয়মান ঢালিউড অভিনেত্রী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম তিনি। অভিনয়কে ধ্যান-জ্ঞান হিসেবে নেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সে লক্ষ্যেই বর্তমানে তার ছুটে চলা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। বলছি- অধরা খানের কথা। গত দুইদিন যাবত তার ফেসবুক হ্যান্ডেলে ভাসছে বিভিন্ন গণমাধ্যমের খবর। আর শিরোনামগুলো অনেকটাই এরকম- ভারতীয় ছবিতে ঢাকার নায়িকা, কলকাতার সিনেমায় অধরা, মালায়ালাম পরিচালকের ছবিতে...। খবরটি সত্যিই বেশ আনন্দের। ভাবলাম সরাসরি বিস্তারিত আরো কিছু কথা শোনা যাক অধরার কাছ থেকে। বর্তমানে তিনি মুম্বাইতে রয়েছেন ছবির শুটিংয়ে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল দিলে অনেক সময় কথা পরিষ্কার নাও শোনা যেতে পারে। অধরার ভারতীয় মোবাইল নম্বরটি আগেই জানাছিল। তাই সরাসরি কল দিলাম। মুঠোফোনের অপরপ্রান্ত থেকে একজন জানালেন, ‘আপু এখন সেটে, শুটিংয়ে ব্যস্ত। কিছুক্ষণ পরে আপনাকে ব্যাক করতে বলছি।’ যে কথা সেই কাজ। কিছুক্ষণ পর ফোন এল অধরার। বললাম, সবাইতো নিউজ লিখে শেষ করে ফেলল। তা আমি আর কি লিখব? অধরা বললেন, ‘এই যে কথোপকথন সেটাই না হয় গল্পের আকারে তুলে ধরেন পাঠকের কাছে।’ এটা বলেই ফোনের অপরপ্রাপ্ত থেকে অট্টহাসির শব্দ শোনা গেল। এবার বললাম কাজের কথা বলুন। কি শুটিং করছেন, স্পট কোথায়, পরিচালকই বা কে? 

অধরা জানালেন, মালয়ালাম পরিচালক কারুনাক্কারের নতুন ছবিতে কাজ করছেন। গত ১৪ সেপ্টেম্বর থেকে মালদ্বীপে ছবিটির কাজ শুরু করেছেন। ভেঙে ভেঙে চলছে শুটিং। বর্তমানে মুম্বাইয়ে ছবিটির কিছু অংশের শুটিং হচ্ছে। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন একজন নবাগত ভারতীয় নায়ক। ছবিটি কলকাতার টলিউড ও মালায়ালাম- দুই ইন্ডাস্ট্রির জন্যই নির্মাণ করা হচ্ছে বলেও জানালেন তিনি।

এই ঢালিউড নায়িকা আরও বলেন, ‘আসলে ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় শর্ত দেওয়া হয়েছে- কোনো অবস্থাতেই ছবির শুটিংয়ের কোনো স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ করা যাবে না। এমনকি কোনো প্রকার সেলফিও তোলা যাবে না। এ কারণে ছবিটির শুটিং বেশ খানিকটা এগোলেও বিষয়টি এতদিনে প্রকাশ্যে আসেনি।’

মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা নিয়ে অধরা বলেন, ‘যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিই হোক না কেন- একটা প্রফেশনাল টিমের সঙ্গে কাজ করাটা আসলে সব সময়ই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেক কিছু শেখার থাকে অনেক কিছু জানার থাকে। আন্ডারস্ট্যান্ডিং অনেক বড় একটা বিষয়- নতুন একটা আবহে ভিন্ন কালচারের জায়গায় কাজ করছি। তো সবকিছু মিলিয়ে ভালো লাগছে।’

সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গল্পটা সম্পূর্ণ রোমান্টিক। এটা আসলে দু’টো কালচার ও ভারতের দুই স্টেট এর দু’টো ভাষা। দু’স্টেটের দু’রকম মুভমেন্ট। বলতে গেলে খুব সিম্পল খুব শান্ত খুব রোমান্টিক একটা গল্পের ছবি। দুই স্টেটের দর্শকদের কথা মাথায় রেখেই একটি উপভোগ্য চলচ্চিত্র তৈরি হচ্ছে।’

উল্লেখ্য, ২০১৮ সালে বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন অধরা খান। তারপর ‘মাতাল’ ও ‘উন্মাদ’-সহ বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। সম্প্রতি শেষ করেছেন সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’ ছবির কাজ। এছাড়া ঢাকাই শুটিং চলছে ‘গিভ অ্যান্ড টেক’সহ বেশকিছু সিনেমার।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর