ভারতের দিল্লিতে সিনেমার শুটিং সেটে নিজের জন্মদিন পালন করলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ ২৮ অক্টোবর তার জন্মদিনটাকে বিশেষভাবে উদযাপন করে হিন্দি সিনেমা ‘খুফিয়া’ টিম।
জানা গেছে, টিমের সবাইকে নিয়ে জন্মদিনে কেক কেটেছেন বাঁধন। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। বাঁধন গণমাধ্যমকে বলেন, জন্মদিনে অনেক শুভেচ্ছা পেয়েছি। পুরোটিমের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। দ্বিতীয় লটের শুটিং শেষে আজই দেশে ফিরবো।
বলিউডের সিনেমাতে কাজের সুবাদে দুই সপ্তাহ ধরে এই অভিনেত্রী দিল্লি অবস্থান করছেন। বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন সিনেমায় একজন বাংলাদেশি নারীর ভূমিকায় অভিনয় করছেন।
উল্লেখ্য, নেটফ্লিক্স প্রযোজিত এই ছবিতে বাঁধন ছাড়া আরও অভিনয় করছেন টাবু, আলী ফজল ও আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা। চলতি মাসের ১০ তারিখে দিল্লী যান বাঁধন, শুটিং শুরু করেন ১১ অক্টোবর থেকে।
বিডি-প্রতিদিন/শফিক