টি২০ বিশ্বকাপে শুরুটা ভালো করতে না পারায় সমালোচিত হতে হয়েছিল বিরাট কোহলিদের। তবে সে জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এরইমধ্যে চলে এসেছে কোহলির জন্মদিন। একটি ছবি পোস্ট করে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা শর্মা।
বলিউড অভিনেত্রী ইনস্টাগ্রামে স্বামী কোহলির উদ্দেশে লিখেছেন, ‘যেভাবে তুনি জীবনটাকে পরিচালনা করছো সেখানে কোনো ফিল্টারের দরকার নেই। সততা ও সাহসই তোমার শক্তি। আমার গণ্ডির মধ্যে যাদের চিনি তাদের মধ্যে তোমার মতো আর কেউ এমনভাবে খারাপ সময় থেকে ঘুরে দাঁড়াতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা দেখানোতে বিশ্বাসী নই। তারপরও মাঝে মাঝে চিৎকার করে এই বিশ্বকে বলতে চাই তুমি কতটা চমৎকার মানুষ। যারা তোমাকেই সত্যিই চিনতে পেরেছে তারা ভাগ্যবান। সবকিছু আরও দারুণ ও সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ।’
আনুশকার এমন প্রশংসার জবাবে কৃতজ্ঞতা জানিয়েছেন কোহলি। স্ত্রী আনুশকার উদ্দেশে তিনি লিখেছেন, ‘তুমি আমার শক্তি, চলার পথের অনুপ্রেরণা। আমাদের একত্রিত করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ভালোবাসি তোমাকে।’
বিডি প্রতিদিন/ফারজানা