ভালোবাসা দিবসে আসছে মডেল দীপ চৌধুরীর দু’টি নতুন মিউজিক্যাল ফিল্ম। এই দুটি গানে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিলয়। এর মধ্যে ‘বুকে মায়া’ গানটির গীতিকার ও সুরকার রাজু আহম্মেদ এবং ‘শুধু তোরই পারাপার’ এর গীতিকার ও সুরকার সাফায়েত হোসাইন।
গান দু’টির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। দীপ চৌধুরীর সাথে দু’টি গানে জুটি হয়েছেন কাসফিম মুসকান ও জারা মনি।
রেজা মাহমুদের পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম দুটি দারুণ লোকেশন ও সেট নির্মাণ করে নির্মিত হয়েছে। এতে শিল্প নির্দেশনা ও সেট ডিজাইনার ছিলেন আপন-চিত্রগ্রহণ করেছেন সোহেল খান।
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী জাহিদ নিলয় বলেন, ‘দুটি গানই সফট মেলোডিধর্মী গান। মিষ্টি প্রেমের গান হিসেবে শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
গান দুটি ভ্যালেন্টাইন উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস এর ব্যানারে মুক্তি পাবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন