সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদটি নিয়ে শঙ্কা যেন কাটছেই না। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জায়েদ খান ও কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার।
এই বিষয়টি সুরাহ করতে শনিবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় এফডিসিতে পরিচালক সমিতিতে জরুরি বৈঠকে বসেছে নির্বাচনের আপিল বোর্ড। এতে অভিযোগকারী নিপুণ উপস্থিত থাকলেও অংশ নিতে দেখা যায়নি জায়েদ খানকে। ফলে তাকে ছাড়াও এক পক্ষকে নিয়ে চলছে এই রুদ্ধতার বৈঠক।
বৈঠকে ইলিয়াস-নিপুণ প্যানেলের পক্ষ থেকে নিপুণ আক্তার, সাইমন সাদিক ও জেসমিন উপস্থিত হয়েছেন। এছাড়া আপিল বোর্ডের পক্ষে রয়েছেন চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের সদস্য মোহম্মদ হোসেন। যদিও এখানে উপস্থিত থাকতে বলা হয়েছিলো অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে অভিযোগকারী নিপুণকে আপিল বোর্ডের সভায় উপস্থিত থাকতে দেখা গেলেও পাওয়া যায়নি জায়েদ খান কিংবা চুন্নুকে।
বিডি-প্রতিদিন/শফিক